কক্সবাজার জেলার রামু থানাধীন তেচ্ছিপুল মুসলিমপাড়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১৫,০০০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা গ্রেফতার
আজ ২২মে রবিবার বিকেলে র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ফতেখারকুল ইউনিয়নের তেচ্ছিপুল ৯নং ওয়ার্ড মুসলিমপাড়াস্থ আল আকসা গোল মসজিদ সংলগ্ন রামু-কক্সবাজার মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। আব্দুল গফুর (৩০) (রোহিঙ্গা), পিতা-মোঃ আইয়ুব, মাতা-নুর খাতুন, ২। মোঃ রফিক (৩৫) (রোহিঙ্গা), পিতা-মৃত শফি আলম, উভয় সাং- আইডিবি ক্যাম্প বারিজাপাড়া, জেলা-আকিয়াব, মায়ানমার, বর্তমানে- উভয় সাং-হাটখোলাপাড়া, ইউপি-খুরুশকুল, থানা-সদর, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ১৫,০০০ (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।