কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ব্যস্ততম ষ্টেশন মরিচ্যা বাজার উত্তর স্টেশন ইকবাল টাওয়ারের ৪র্থ তলায় আল ফুরকান ফাউন্ডেশনের কতৃক পরিচালিত সদ্য প্রতিষ্ঠিত মা'হাদ আল-ফুরকান এর অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল ৩০ এপ্রিল (শনিবার) বাদ যুহর হতে মা'হাদ মিলনায়তনে কক্সবাজার ইমাম মুসলিম (রাহ.) ইসলামিক সেন্টারের সিনিয়র মুহাদ্দিস আবদুল গফুর নদীমের সভাপতিত্বে মাওলানা ফারুক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সৎ, যোগ্য, ন্যায়পরায়ন ও সু-নাগরিক গড়ার প্রত্যয়ে নূরানী, নাজেরা, হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে। বর্তমানে মডেল নুরানী শিশু জামাত হতে তৃতীয় জামাত পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিমত পেশ করেন, রাবেতা আল-ফুয়াদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সুলতান আহমদ, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি রিদওয়ানুল কাদির, রামু দারিয়ারদীঘি মারকাযুল হুদা আল-ইসলামীর পরিচালক মাওঃ কেফায়েত উল্লাহ, হলদিয়াপালং তা'লিমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওসমান, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবুল মিয়া মাহমুদসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকসহ ব্যবসায়ীবৃন্দ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।