বিডিসিক্রাইমনিউজ
২০০৪ সালের ২৬ মার্চ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব বাংলাদেশে অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ কক্সবাজার জেলাকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করণে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছে।
এরই পরিপ্রেক্ষিতে ২১ মে ২০২২ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডস্থ “হোটেল সিগ্যাল”এর পশ্চিম পাশে ঝাউবাগানের ভিতর অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে আভিযানিক দল আনুমানিক ০৫.১০ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ একরাম মিয়া (৩৮), পিতা-মৃত এখলাচ মিয়া,মাতা-ময়শা বেগম, সাং-সোনাদিয়া,৮ নং কুতুবজোম ইউপি,০২ নং ওয়ার্ড, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার কে গ্রেফতার করে।অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ০১ টি ওয়ানশুটারগান,০২ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী মোঃ একরাম মিয়া এর বিরুদ্ধে ০২ টি ডাকাতি/ডাকাতির প্রস্তুতি,০৩ টি অস্ত্র আইন,০১ টি অপহরণ/চাঁদাবাজি,০২ টি মারামারি/শ্লীলতাহানী,০১ টি পরিবেশ আইনে মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।