র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রীজের দক্ষিন পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২২ খ্রিঃ আনুমানিক ১৫.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি প্লাস্টিকের বস্তাসহ পলায়নের চেষ্টাকালে ১। জাহাঙ্গীর আলম (২১), পিতা-পেয়ার মোহাম্মদ, মাতা-হাসিনা আক্তার, সাং-বালুখালী, হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট, ওয়ার্ড নং-০২, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে।
ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ২০ (বিশ) ক্যান বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য বিয়ার বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার।
বিডিসিক্রাইমবার্তা
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।