কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় র্যাব-১৫ এর অভিযানের একটি টিম দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও রামদা উদ্ধার ও গ্রেফতার।র্যব-১৫, সিপিসি- ১ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ ঝিমংখালী পশ্চিমপাড়ার মাদক ব্যবসায়ী,মিজান ওরফে( মিজান) ডাকাতের বসত ঘরের সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল।
আসামি মিজান ওরফে মিজান ডাকাত (৩৫) পিতা-সুলতান আহম্মদ ওরফে পটনা, সাং-পশ্চিম পাড়া, ঝিমংখালী, ওয়ার্ড নং-০৬, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসত ঘরের শয়ন কক্ষে সিলিং এর উপর একটি বস্তা হতে ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, ০১ (এক) রাউন্ড তাজা কার্তুজ, ০২ (দুই) রাউন্ড কার্তুজের খোসা, ০১ (এক) টি রামদা উদ্ধার করা হয়। পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ এলাকায় অবস্থান করিয়া অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করছে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।
পলাতক আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয় বলে বিডিসি ত্রুাইম বার্তা কে জানান। ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক।#
bdccrimenews
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।