টেকনাফের বাহারছড়া-হোয়াইক্যং ঢালাতে ডাকাতির ঘটনার রুজুকৃত এজহারভুক্ত মামলার পলাতক ৬জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যকে দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মোবাইল সেট ও নগদ কিছু অর্থসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব-১৫ এর সহায়তায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং ৬৯(৬)২২ ইং ৩৯৫,৯৭ ধারায় ডাকাতি সংক্রান্ত মামলা রয়েছে।
সুত্রে জানা যায়, বুধবার(২২ জুন) রাতের বেলা র্যাব-১৫ এর অভিযানে ডাকাতির মামলার পলাতক স্থানীয় উখিয়া জালিয়াপালং ছেটপখালী ৯নং ওয়ার্ডের মো. জলিলের পুত্র মো.আয়াছ(২২), মাদারবনিয়া ৮নং ওয়ার্ডের আব্দুর রহিমের পুত্র আমান উল্লাহ(২৪), কক্সবাজার দক্ষিণ সাহিত্যিকা পল্লীর সুলতানের পুত্র মো. আরাফাত(২৭) ও আব্দুল মালেকের পুত্র নুরুল আমিন(২৪), চন্দনী মাঠ ৯নং ওয়ার্ড এলাকার মৃত আবু মুসার পুত্র মো. সাকিক(২৪) এবং ঝিলংজা ইউপির জানারঘোনা এলাকার মো. নুরুল হক শিকদের পুত্র মো. শাকিল(২১)কে গ্রেফতার করা হয়।
এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান," আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ডাকাতির লুন্ঠিত ২টি মোবাইল সেট, ১টি হাতঘড়ি, ২টি মানিব্যাগ,বাদীর নিকট হতে লুন্ঠিত নগদ ২০০০টাকা,ভিকটিম নুর আহাম্মদ এর নিকট হতে লুন্ঠিত নগদ ১৯০০ টাকা,ডাকাতির কাজে ব্যবহৃত ১টি লম্বা দা উদ্ধার করি।গ্রেফতারকৃত ৬ জন আসামির মধ্যে ২ জন আসামি অদ্য ২৩/৬/২২ তারিখ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিতে আসামিরা ৮ জন আসামির নাম প্রকাশ করেছে। তন্মধ্যে ৫ জন আসামি গ্রেফতার। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।"
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।