র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া বাজারস্থ দক্ষিণ পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ১২/০৬/২০২২ তারিখ আনুমানিক রাত ০২.৪০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে *১। ওসমান(৩২),* পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত হামিদা খাতুন; *২। মোঃ সোহাগ(২৪),* পিতা-মোঃ সিরাজ, মাতা-মোছাঃ রাশেদা বেগম, উভয় সাং-হাজম রোড, ইউপি-রাজাপালং,০৮ নং ওয়ার্ড, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট *৮,০৩৫ (আট হাজার পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।