Coxbazartime
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চাঞ্চল্যকর মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী হত্যাকান্ডের আসামী খোরশেদ আলমকেগ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ১১ টা ৫৫ মিনিটের দিকে টেকনাফের সাবরাং এলাকায় র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ধৃত খোরশেদ আলম (৩০) পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত ফোরকান আহম্মদের পুত্র। খোরশেদ আলম মোরশেদ আলী হত্যা মামলার এজাহারের ১৬ নম্বর ক্রমিকের আসামী। গ্রেপ্তারকৃত আসামীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।ইতিপূর্বেও উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আরো চারজন আসামীকে গ্রেফতার করেছিল র্যাব-১৫।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, রমজানে ইফতারের আগে পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলি (৩৮) কে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত মোরশেদ আলী পিএমখালী মাইজপাড়ার মৃত মাওলানা ওমর ফারুকের পুত্র।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।